নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন

কৃষক হয়রানি সহ্য করা হবে না - খাদ্য অধিদপ্তরের ডিজি

কৃষক হয়রানি সহ্য করা হবে না - খাদ্য অধিদপ্তরের ডিজি।। ছবিঃ নেত্র ভয়েস
কৃষক হয়রানি সহ্য করা হবে না - খাদ্য অধিদপ্তরের ডিজি।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় মোহনগঞ্জ এলএসডি খাদ্য গোদামে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন মোহনগঞ্জ এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর শাকুর সাদী, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কৃষকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, “ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার স্থিতিশীল রাখা এবং সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে। এতে কৃষকের ন্যায্য অধিকার রক্ষা পায়।” তিনি আরও বলেন, “খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি কৃষক হয়রানির অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে জেলায় ৩৬ টাকা কেজি দরে ১৩ হাজার ৪৩২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬১ হাজার ১৬১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন মহাপরিচালক।




আপনার মূল্যবান মতামত দিন: