নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় সোমেশ্বরী, মহাদেও ও মগড়া নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশন

নেত্রকোনায় সোমেশ্বরী, মহাদেও ও মগড়া নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশন।। ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোনায় সোমেশ্বরী, মহাদেও ও মগড়া নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশন।। ছবিঃ নেত্র ভয়েস

নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোনা জেলার সোমেশ্বরী, মহাদেও ও মগড়া নদী পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল জাকী।

গত ২১ এপ্রিল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

জাতীয় নদী রক্ষা কমিশন আইন অনুযায়ী চলমান পরিবীক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে নদী তিনটির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় নদীগুলোর দখল, দূষণসহ অন্যান্য পরিবেশগত বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনজাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিবুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, সহকারী কমিশনার (ভূমি) সদর নেত্রকোনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

নদী রক্ষা এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়।




আপনার মূল্যবান মতামত দিন: