নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ নারী আটক

দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ নারী আটক।। ছবিঃ নেত্র ভয়েস
দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ নারী আটক।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে দুর্গাপুর থানা পুলিশ। পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটক নারীকে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃত নারীর নাম সোনিয়া আক্তার (৩৭)। তিনি পৌর শহরের সাধুপাড়া এলাকার রেজাউল মিয়ার স্ত্রী।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটো গাড়ি থেকে ৫টি বড় ব্যাগ ভর্তি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১০০ পিস ডাব সাবান, ৪৫ পিস হেয়ার অয়েল, ৪০ পিস ঝান্ডু বাম, ৮০০ পিস টেলকম পাউডার ও ৯০ বোতল অলিভ অয়েল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মাহমুদুল হাসান। তিনি আরও বলেন, "মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"




আপনার মূল্যবান মতামত দিন: