বারহাট্টায় ১৪৪ ধারা ভেঙে ফটোকপি করায় দোকান সিলগালা, আটক এক
-2025-04-21-19-41-35.jpeg)
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভেঙে পরীক্ষাকেন্দ্রের সামনে ফটোকপি করায় একজনকে আটক করেছে প্রশাসন।
সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালীন বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের মূল ফটকের সামনে ফটোকপির দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি আবু রায়হান, তিনি মহাজনপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে এবং মধ্যবাজারে একটি ফটোকপির দোকানের মালিক।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। এ সময় বারহাট্টা থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
ইউএনও মো. খবিরুল আহসান বলেন, “সারাদেশের মতো বারহাট্টায়ও এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কেউ যদি ১৪৪ ধারা ভঙ্গ করে আইন অমান্য করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “পরীক্ষাকেন্দ্রের সামনে দোকান খোলা ও ফটোকপি করার অভিযোগে আবু রায়হানের দোকান সিলগালা করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।”
উল্লেখ্য, নকল ও প্রশ্ন ফাঁস প্রতিরোধে পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়ে থাকে। প্রশাসন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত মনিটরিং করছে।
আপনার মূল্যবান মতামত দিন: