নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা: প্রধান আসামি যুবদল নেতা কামাল হোসেন গ্রেফতার

ছবিঃ প্রতীকি
ছবিঃ প্রতীকি

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে কামাল হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি মঞ্চে উঠে শিল্পীদের পরিবেশনা বন্ধ করে দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ অন্যান্য অতিথিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তারা অনুষ্ঠানস্থলের ব্যানার ছিঁড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যার ফলে অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় আটপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে আটপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর: ১০/১৫.০৪.২০২৫।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মামলার তদন্ত চলাকালে প্রযুক্তির সহায়তায় কামাল হোসেনের অবস্থান চিহ্নিত করে রাজধানী ঢাকা থেকে তাকে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: