নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে আনোয়ারুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে আনোয়ারুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত।। ছবিঃ নেত্র ভয়েস
মোহনগঞ্জ সাধারণ পাঠাগারে আনোয়ারুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত।। ছবিঃ নেত্র ভয়েস

মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহনগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সভাপতি জুয়েল আহমেদ।

আলোচনা সভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য, পাঠক সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মরহুম আনোয়ারুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই পাঠাগার একটি সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তাঁর সমাজসেবা, পারিবারিক ও সামাজিক অবদান তুলে ধরে বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মরহুমের পরিবারের হাতে পাঠাগারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা হিসেবে একটি স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ।




আপনার মূল্যবান মতামত দিন: