নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ৬ দফা দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ৬ দফা দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।। ছবিঃ নেত্র ভয়েস
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ৬ দফা দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।। ছবিঃ নেত্র ভয়েস

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটি, নেত্রকোণা জেলা শাখা।

মানববন্ধনে ছয় দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ শামছুল আলম, সদস্য সচিব মোঃ আনিছুল হক, পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি আব্দুল হেলিম, আটপাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, আন্দোলন বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, এমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের হাজার হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখনও অনুদান থেকে বঞ্চিত। অবিলম্বে অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া, তারা ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।




আপনার মূল্যবান মতামত দিন: