নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


বারহাট্টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

বারহাট্টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত  ।। ছবিঃ নেত্র ভয়েস
বারহাট্টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত  ।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোণার বারহাট্টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জাতীয় পুষ্টিসেবা অধিদপ্তরের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শহীদুল ইসলাম, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সচিব মোফাজ্জল হোসেন খান, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ। 

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: