নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


নেত্রকোনায় জামায়াতে ইসলামী জেলা শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  

নেত্রকোনায় জামায়াতে ইসলামী জেলা শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত   ।। ছবিঃ নেত্র ভয়েস
নেত্রকোনায় জামায়াতে ইসলামী জেলা শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত   ।। ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে রোকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা বৈঠক (টিসি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) স্থানীয় পাবলিক হলে এ সভা অনুষ্ঠিত হয়।  

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাইফুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

জেলার ১০টি উপজেলার প্রায় সাড়ে তিন শতাধিক রোকন এ বৈঠকে অংশগ্রহণ করেন।




আপনার মূল্যবান মতামত দিন: