নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল।।ছবিঃ নেত্র ভয়েস
মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল।।ছবিঃ নেত্র ভয়েস

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দুর্গাপুর দীনি মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতারা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দিনের বেলায় বেহায়াপনা বন্ধ করা এবং হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কুতুব উদ্দিন, পৌরসভা সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা আমির একেএম রুস্তম, কাকৈরগড়া ইউনিয়ন সভাপতি আলম মিয়া এবং অন্যান্য ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, "রমজান মাস ফজিলতের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ তায়ালার নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। তাই সবাইকে বেশি বেশি ইবাদত ও জিকির করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ব্যবসায়ীদের অনুরোধ করছি, যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখেন, যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়।"

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।




আপনার মূল্যবান মতামত দিন: