নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণা জামায়াতের বিক্ষোভ

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণা জামায়াতের বিক্ষোভ।।ছবিঃ নেত্র ভয়েস
জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণা জামায়াতের বিক্ষোভ।।ছবিঃ নেত্র ভয়েস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা কালেক্টরেট মাঠে নেত্রকোণা জেলা জামায়াত এই কর্মসূচির আয়োজন করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য এবং নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৩ আসনের প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাইফুল, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মো. জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, কলমাকান্দা জামায়াতের আমির ও নেত্রকোনা-১ আসনের প্রার্থী মাওলানা আবুল হাসিম।

সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তাঁরা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমন করার যে অপচেষ্টা চলছে, তা জনগণ রুখে দেবে।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার হয়ে তেরি বাজার ও বড় বাজার প্রদক্ষিণ করে সদর উপজেলার মাঠে গিয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘আজহারুল ইসলামের মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।




আপনার মূল্যবান মতামত দিন: