নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


পূর্বধলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পূর্বধলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।।ছবিঃ নেত্র ভয়েস
পূর্বধলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।।ছবিঃ নেত্র ভয়েস

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে নেত্রকোনার পূর্বধলায় আব্দুল জলিল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল জলিল বিশকাকুনী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পশ্চিমপাড়া গ্রামের মৃত কবীর খানের ছেলে। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান- আটককৃত আব্দুল জলিল পূর্বধলা থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত রবিবার ও সোমবার ২ রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: