নেত্রকোনা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৮ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


আটপাড়ায় ৭ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আটপাড়ায় ৭ ইউনিয়নে প্রশাসক নিয়োগ।।
আটপাড়ায় ৭ ইউনিয়নে প্রশাসক নিয়োগ।।

নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সেবা গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা    নানা  মামলার  আসামি বলে জানা যায়। এর মধ্যে বেশকয়েকজন কারাগারে রয়েছেন।

বিভিন্ন ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন, ১নং স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে  উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন কে।২নং শুনই ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে  পল্লী সঞ্চয় কর্মকর্তা প্রবীর সরকারকে, ৩নং লুনেশ্বর ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. রাজীব আহম্মেদ কে, ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে সমবায় কর্মকর্তা মো. মমিন আলী মিয়াকে ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ কে, ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক কে, ৭নং সুখারী ইউনিয়নের দ্বায়িত্ব দেয়া হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুককে।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: