নেত্রকোনা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৭ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


কলমাকান্দায় কৃষক দলের সমাবেশ 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কৃষক সমাবেশে নাজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে ও নাজিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু তাহের মেছবাহ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শাহীন আলম সাকী। 

আরও বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, উপজেলা কৃষক দলের সভাপতি শামসুল হক, সম্পাদক ফরিদ মিয়া, নেত্রকোনা পৌর কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম, নাজিরপুর ইউনিয়ন সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: