নেত্রকোনা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৮ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


আটপাড়ায় যুব নেতৃত্বাধীন সংগঠনের উদ্যোগে স্কলারশিপের আয়োজন

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় যুব নেতৃত্বাধীন সংগঠন আটপাড়া স্টুডেন্টস' ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপের আয়োজন করা হয়েছে। 

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আটপাড়া উপজেলার আটপাড়া ডিগ্রী কলেজ ও আটপাড়া সরকারি সি.টি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২হাজার  শিক্ষার্থীর উপস্থিতিতে স্কলারশিপের পরীক্ষার আয়োজন করা হয়।

স্কলারশিপে আটপাড়া উপজেলার সকল স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা এই প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় হল পরিদর্শক ও কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছে এসোসিয়েশনের মোট ১৬০ জন সেচ্ছাসেবী। 

 

অনেকদিন পর উপজেলা ভিত্তিক এরকম একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ দেখা দিয়েছে। 

পরীক্ষার হল গুলোর বাহিরে শিক্ষার্থীদের অভিভাবক ও শিকক্ষকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

অভিভাবক ও শিক্ষকদের প্রত্যাশা প্রতিবছর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাতে এরকম প্রতিযোগিতামূলক স্কলারশিপের আয়োজন করা হয়। 



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: