নেত্রকোনা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২, ৮ জ্বিলক্বদ ১৪৪৬ হিঃ


পূর্বধলায় চোরাচালানের ৫৬ পিস ভারতীয় কম্বল জব্দ করল সেনাবাহিনী 

ছবিঃ নেত্র ভয়েস
ছবিঃ নেত্র ভয়েস

নেত্রকোনার পূর্বধলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাচালানের ৫৬ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

রোববার (৮ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার গোজাকান্দি গ্রামের একটি বাড়ি থেকে এসব কম্বল জব্দ করা হয়। 

নেত্রকোণা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বিকেলে উপজেলার গোজাকান্দি গ্রামের মো. আব্বাস আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। 

এসময় তল্লাশি চালিয়ে টিনের ঘরের মধ্যে লুকানো অবস্থায় চোরাচালানের ৫৬ পিস ভারতীয় কম্বল পাওয়া যায়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কম্বলগুলো পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেড/এস/নেত্রভয়েস




আপনার মূল্যবান মতামত দিন: